বুলবুল বেঁচে থাকবেন সুরে সুরে || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 10

‘আমার ভেতর যতদিন হৃদয় ও আত্মা থাকবে ততদিন প্রিয় স্যার ইমতিয়াজ আহমেদ বুলবুল থাকবেন।’ বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইমতিয়াজ আহমেদ বুলবুলের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শোকবইয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন ইশতিয়াক নামের এক যুবক। ওই যুবকের দু-চোখ ছল ছল করছিল। এ সময় শহীদ মিনার চৌহদ্দিতে ইমতিয়াজ আহমেদ বুলবুল রচিত গান ‘সব কটা জানালা খুলে দাও না’ বাজছিল।

মুক্তিযোদ্ধা, গীতিকার ও গুণধর এ সংগীত পরিচালকের মৃত্যুতে শুধু পরিবার কিংবা স্বজনরাই নন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য নারী, পুরুষের মধ্যে শোকের মাতম চলছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে।

ক্লিক-https://bit.ly/2DtxYrD

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS