নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি জানানো হয়। আগামীকাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এ নির্বাচনে প্রমাণ হলো। এ দেশে কখনই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।