ইউপি চেয়ারম্যানকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ - jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীকে আটকের ঘটনায় ঢাকা-খুলনা-বরিশাল ও ফরিদপুর-সদরপুর মহাসড়ক অবরুদ্ধ করে এলাকাবাসী। রোববার রাত ৮টা থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রাতে ফরিদপুর সদর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকদের মধ্যে রোববার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ মজিবুর রহমান নিক্সনের সমর্থক ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীকে আটক করে সদরপুর থানা পুলিশ।

এদিকে ইউপি চেয়ারম্যানকে আটকের খবর পেয়ে থানা ঘেরাও করে ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক ও ফরিদপুর-সদরপুর আঞ্চলিক সড়ক অবরুদ্ধ করে রাখে স্থানীয় এলাকাবাসী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS