আপিল শুনানিতে প্রস্তুত ইসি || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে শুনানি করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নির্বাচন ভবনের ১১ তলায় ট্রায়াল রুম তৈরি করা হয়েছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শুনানিতে আপিলকারীরা তাদের আইনজীবী নিয়ে আসতে পারবেন। সেখানে আদালতের বেঞ্চ এর মতো করেই তারা মুভ করবেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে দুই দিনে ৩১৮ আপিল করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ২৩৪ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন। গতকাল সোমবার করেছিলেন ৮৪ জন।
এছাড়াও বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী হাফিজুর রহমান ও আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন। তবে দ্বিতীয় দিনও বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষে কেউ আপিল করেননি।

এক শতাংশ ভোটার না থাকায়, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকার জন্য, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করায়, ঋণ খেলাপির অভিযোগে, দণ্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণে এদের মনোনয়নয়ন বাতিল করা হয়েছিল।

আগামীকাল বুধবার আপিল গ্রহণের শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর থেকে প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS