মেঝেতে বসেই রিটার্ন ফরম পূরণ করছেন করদাতারা || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

আয়কর মেলার দ্বিতীয় দিনে বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে করদাতা ও সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় অনেক করদাতাকে মেঝেতে বসেও রিটার্ন ফরম পূরণ করতে দেখা গেছে।

মেলায় আগত করদাতাদের উল্লেখযোগ্য অংশই আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। এছাড়া কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেয়ার মাধ্যমে নতুন করে আয়করের খাতায়ও নাম লিখাচ্ছেন অনেকে। বুধবার ঢাকা অফিসার্স ক্লাব সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে চোখে পড়ে নারী-পুরুষ উভয়েই মেঝেতে বসে রিটার্ন ফরম পূরণ করছেন। এদের একজনের নাম প্রিন্স মাহমুদ। তিনি একটি বহুজাতিক কোম্পনিতে চাকরি করেন।

জাগো নিউজকে তিনি বলেন, এর আগে অফিসের লোকের মাধ্যমেই রিটার্ন জমা দিতাম। এবারই প্রথম নিজের ফরম নিজেই জমা দিতে এসেছি। এখানে এসে হেল্পডেস্ক থেকে শুনে নিয়েছি কি কি করতে হবে? সে অনুযায়ী রিটার্ন ফরম পূরণের জন্য কোনো জায়গা না পেয়ে মেঝেতে বসেই করছি।

তাসলিমা আকতার নামে অন্য একজনকেও মেঝেতে বসে রিটার্ন ফরম পূরণ করতে দেখা যায়। তিনি বলেন, মেঝেতে বসে হলেও কাজটা শেষ করে ফেলা ভালো। এক বছরের মত আর টেনশন থাকলো না। কর দেয়ার জন্য মেলায় এক ছাদের নিচে সব সুবিধা পাওয়া যায়। ফরম পূরণে ভুল হচ্ছে কিনা সন্দেহ হলেই সেটা হেল্পডেস্ক থেকে দেখিয়ে নেয়া যায়। তাই মেলাতেই রিটার্ন দাখিল করতে এসেছি। তাছাড়া কার্পেট বিছানো থাকায় মেঝেতে বসে ফরম পূরণে তাদের কোনো অভিযোগও নেই।

মেলায় দেখা যায় বেশ কিছু আইনজীবী করদাতাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। মোহাম্মদ আলমগীর হোসেন মিনু এমনই একজন কর আইনজীবী। তিনি বলেন, ব্যক্তি শ্রেণির বা কোম্পনি, যারা কর দিতে আসছেন তাদেরকে আমরাসহ এনবিআরের হেল্প বুথ থেকে সাহয়তা করা হচ্ছে। কীভাবে রিটার্নগুলো সুন্দরভাবে পূরণ করে জমা দিতে হবে, কোথাও রেয়াত পাওয়া যাবে কি-না এসবসহ সামগ্রিক বিষয়ে করদাতাদের সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮ গতকাল (মঙ্গলবার) শুরু হয়েছে। ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে সারাদেশে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই নবম আয়কর মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।

কেন্দ্রীয়ভাবে এবার মেলা বসেছে রাজধানীর অফিসার্স ক্লাবে। গত দুই বছর ধরে আগার

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS