জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের দুটি গেটেই তালা লাগিয়ে বিক্ষোভ করছেন তারা।
আদালত বর্জন ও বিক্ষোভ কর্মসূচি থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সারাদেশের আদালত বর্জনের হুমকি দিয়েছেন। সমিতির সভাপতির নিজ কক্ষের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আদালতের উপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত থাকলে সারাদেশে কোর্ট (আদালত) বর্জন কর্মসূচি দেয়া হবে।