মঙ্গলবার, রাত সাড়ে ৭টা। মক্কা নগরীর পবিত্র হেরেম শরিফ প্রাঙ্গণে হযরত আবু বকরের (র.) বাড়ির চারতলায় শপিংমলের রিনাদ গোল্ড অ্যান্ড জুয়েলারি নামক একটি স্বর্ণের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। আশপাশের ফাস্টফুড, কসমেটিকস ও টুপি তসবিহের দোকানেও ক্রেতা-বিক্রেতার কথোপকথনে জমজমাট কেনাবেচা চলছিল...