কাবা ঘর তাওয়াফ চলছে। আল্লাহর ঘর সাতবার প্রদক্ষিণে ব্যস্ত লাখো হাজি। এত বিপুল জনসমাগমে একজন পরিপূর্ণ সুস্থ সবল মানুষও সামনে দু’পা ফেলতে ভয় পায়! সেখানে একজন অন্ধ হাজি দিব্যি তওয়াফ করছেন। শুধু তাই নয়, দূর থেকে পায়ে হেঁটে এসে তিনি কাবা শরিফে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেন...