শুধু জল্পনা-কল্পনায় কর্ণফুলী টানেল নয় এবার বাস্তবায়নের পথেও। অর্থনৈতিক, কারিগরি ও ভূমি অধিগ্রহণের মত সমস্যা পেরিয়ে আগামী অক্টোবরেই শুরু হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল বোরিংয়ের কাজ। স্বপ্নের টানেল নির্মাণে চীন থেকে আনা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টানেল বোরিং মেশিন (টিবিএম)
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় নানা কর্মযজ্ঞে এ নদীর টানেলই যেন চোখে পড়ে। শত শত দেশি-বিদেশি শ্রমিকের নিপুণ হাতে নদীটির পারে চলছে কাজের মহাযজ্ঞ।