হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে অবস্থান নেয়া শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের অপর অবশেষে চড়াও হয়েছে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
প্রতক্ষদর্শীরা জানান, বাস চাপায় দুই সহপাঠী নিহতের প্রতিবাদে সোমবার সকাল থেকেই রাস্তায় নামে কলেজটির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে তিনটার দিকে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক উম্মে কুলসুম শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে বাড়ি ফেড়ার কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন যে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হবে। কিন্তু তাতে শিক্ষার্থীরা রাস্তা ছাড়েনি।