‘স্যার, একটা ডুগডুগি নেন না। খুব ভালো বাজে। মাত্র ২০ টাকা, একটা নেন স্যার।’ ছোট্ট হাতে দ্রুত কব্জি ঘুরিয়ে ডুগডুগি বাজিয়ে এভাবেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে একটা ডুগডুগি বিক্রি করার প্রচেষ্টা চালাচ্ছিল আনুমানিক নয়-দশ বছরের এক শিশু। সকাল ৮টায় রাজধানীর শাহবাগ বারডেম হাসপাতালের সামনে এ দৃশ্যে দেখা যায়...