সাপের সঙ্গে নেচে গেয়ে ঝাপান খেলা || jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 3

ঝিনাইদহের বড়াতলা বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের খেলা অনুষ্ঠিত হয়েছে। বড়াতলা হাট কমিটির আয়োজনে বৃহস্পতিবার রাত পর্যন্ত চলে এ ঝাপান খেলা। ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি। কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা।

কালীগঞ্জ উপজেলা থেকে ঝাপান খেলা দেখতে আসা আসাদুল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী। সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে।
হাট কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, মনিবের ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে। সাপের এই খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি।

হাট কমিটির সভাপতি কামরুজ্জামান দুদু জানান, সদরের কুশাবাড়িয়া, কালীগঞ্জ, হরিনাকুন্ডুসহ বিভিন্ন এলাকা থেকে আসা ১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে কুশাবাড়িয়ার অপু সর্দ্দার।

#snake

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS