‘ওহ বাবা, দেখেছেন, কেমন ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। মনে হয় আস্ত একটা বুড়া। কেউ বলবে বয়স মাত্র ১৫ ঘণ্টা। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া বাইচ্যা থাকুক।’ এ কথা বলেই দুই তরুণী নার্স হেসে গড়িয়ে পড়লেন। সোমবার বিকেল সাড়ে ৪টা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিচ তলায় ১০৬ নম্বর ওয়ার্ডে সালমা নামের এক রোগীর ...