মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ঢল নেমেছে। প্রচলিত নিয়মে সন্ধ্যার পর উদ্যানে থাকা নিষেধ হলেও শনিবার বিজয় দিবস উপলক্ষে উদ্যান রাতের বেলাও উন্মুক্ত।
সন্ধ্যা সাড়ে ৬টায় সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্যানে প্রবেশ করছেন। প্রতিটি প্রবেশদ্বারে পুলিশি প্রহরায় মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশি চালিয়ে উদ্যানে প্রবেশ করানো হচ্ছে।