মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান কাঠপট্টি রোডস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ বলেন, প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। পরবর্তীতে একটি বিজয় র্যালি নিয়ে কার্যালয়ে এসে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু করি।
সভা চলাকালে আব্দুল্লাহ গ্রুপের কিছু কর্মী এসে ঝামেলা সৃষ্টি করে এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এসে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।
তিনি বলেন, এ ঘটনায় থানা জাসাস নেতা সাইফুল ও থানা যুবদল নেতা নাদিমসহ ৪/৫ জন আহত হয় এবং তাদের পুলিশ আটক করে।
ছাত্রদল নেতা অহিদুল ইসলাম (আব্দুল্লাহ গ্রুপের) জানান, উপজেলা কার্যালয়ে যাওয়ার পরপরই উপস্থিত কর্মীরা আমাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।
সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গাজি সালাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা তাদের ছত্রভঙ্গ করি এবং ৫ জনকে আটক করি। আমাদের ওপর কেউ হামলা করেনি। দুই গ্রুপ নিজেরাই মারামারি করেছে।
ভবতোষ চৌধুরী নুপুর