কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত তলিয়ে গেছে। ভারী বর্ষণে রাজধানীর রাজপথে কোথাও হাঁটু পানি, জলজটের সঙ্গে যানজটে নগরজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। জনগণের দুর্ভোগ কমাতে ‘পানির নিচে রাস্তা ভালো’ এমন অদ্ভুত বাক্যে একটি সাইনবোর্ড সাঁটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর দিকে আসতে র্যাডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় এটি সাঁটানো হয়েছে।