ওই বাবা, দেখতো গাছটার নাম কি লেখছে। কুরচি নাকি যেন কি? সোমবার সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কুরচি নামক গাছটি দেখে পুরান ঢাকার লালবাগের বাসিন্দা মধ্যবয়সী আলেয়া বেগম তার সঙ্গে ঘুরতে আসা ছেলের কাছে গাছের নামটি তিনি সঠিকভাবে উচ্চারণ করেছেন কিনা জানতে চাইছিলেন।