চিরকুটে লিখে পাঠানো সাংবাদিকের এক প্রশ্নে ব্যাপক চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রশ্ন দেখেই রাগান্বিত অর্থমন্ত্রী প্রশ্নকর্তাকে খুঁজেছেন। বলেছেন, ননসেন্স প্রশ্ন। এমনকি চিরকুটটি ছিঁড়ে ফেলেও দিয়েছেন তিনি।
রোববার সকালে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কাণ্ড ঘটান অর্থমন্ত্রী।
রাজধানীর সোনারগাঁও হোটেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা-সম্পর্কিত এ কর্মশালার যৌথ আয়োজক ছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
http://bit.ly/2jiK5iF