Wrestler Ritika Phogat Dies By Suicide: প্রতিযোগিতায় হারের জেরে আত্মহত্যা কুস্তিগীর রীতিকা ফোগতের

LatestLY Bangla 2021-03-19

Views 2

ভারতের মহিলা কুস্তিগীর রীতিকা ফোগতের (Ritika Phogat) অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা (Suicide) বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত রবিবার ভরতপুরে রেসলিং টুর্নামেন্টের ফাইনালে হেরে যান রীতিকা। সেই কারণেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের। গীতা এবং ববিতা ফোগতের মামার মেয়ে হলেন রীতিকা। বিখ্যাত ফোগত পরিবারের সদস্য রীতিকা ভরতপুরের লোহাগড় স্টেডিয়ামে রাজ্য স্তরের সাব-জুনিয়র, জুনিয়র মহিলা এবং পুরুষ কুস্তি টুর্নামেন্ট খেলছিলেন। ১৪ মার্চ ফাইনালে মাত্র ১ পয়েন্টের জন্য তিনি হেরে যান। সেই থেকে অবসাদে ভুগছিলেন তিনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS