West Bengal Elections 2011: \'সিঙ্গুর\' এবং \'নন্দীগ্রাম\' আন্দোলন বাম শাসনের পতন ঘটিয়ে \'পরিবর্তন\' আনে রাজ্যে

LatestLY Bangla 2021-03-23

Views 17

\'পরিবর্তন\', এই স্লোগানকে হাতিয়ার করেই বামেদের দুর্গ ধ্বংস করতে ময়দানে নামেন মমতা ব্যানার্জি। এই পরিবর্তনের অর্থ ছিল রাজ্যের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পরিবর্তন। ২০১১-র বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়। ২০১১ বিধানসভা নির্বাচন রাজ্য রাজনীতির ইতিহাসে স্মরণীয় একটা অধ্যায়। পরিবর্তন, তৃণমূল কংগ্রেসের এই জয়ের বীজ বপন হয়েছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামের হাত ধরে। বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাম শাসকদের বিরুদ্ধে এই লড়াই ২০১১-র নির্বাচনের ফলাফল স্পষ্ট করেছিল। ২০১১ সালের ভোটগ্রহণ হয় ৬ দফায়, মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এস ওয়াই কুরেশি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামেদের সরিয়ে বিধানসভায় ক্ষমতা দখল করে তৃণমূল। ২০০৬ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ২৩৪টি আসনে জিতে সরকার গড়েছিল বামফ্রন্ট। নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসেই কর্মসংস্থানের প্রতি নজর দিয়েছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।1

Share This Video


Download

  
Report form