BJP Candidate List | WB Assembly Election 2021: প্রার্থী তালিকায় চমক, বিধানসভায় লড়বেন একাধিক হেভিওয়েট সাংসদ

LatestLY Bangla 2021-03-15

Views 5

জল্পনা সত্যি হল। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) লড়বেন কয়েকজন বিজেপি সাংসদ। আজই তৃতীয় ও চতুর্থ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তৃতীয় দফার ২৭টি আসনের ও চতুর্থ দফার ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এছাড়াও রয়েছেন ৩ সাংসদ। সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লড়বেন বিধানসভা ভোটে। কোচবিহারের দিনহাটা আসন থেকে লড়বেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) লড়বেন চুঁচুড়া আসনে। তারকেশ্বর থেকে লড়বেন স্বপন দাশগুপ্ত। অন্যদিকে টালিগঞ্জ আসনে লড়বেন বাবুল সুপ্রিয়। শনিবার সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীরা। এরপর গতরাতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে দলের কোনও সাংসদ বিধানসভা ভোটে লড়বেন না।

Share This Video


Download

  
Report form