Sovan Chatterjee, Baishakhi Banerjee To Quit BJP: অভিমানে বিজেপি ত্যাগ শোভন-বৈশাখীর

LatestLY Bangla 2021-03-15

Views 62

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সংযুক্ত মোর্চার জোটেরও প্রার্থী তালিকা ঘোষণা প্রায় শেষের পথে। এদিকে বিজেপিতে প্রার্থী তালিকা নিয়ে বেঁধেছে গোলমাল। নব্য বিজেপি নেতাদের সঙ্গে পুরোনো দলীয় নেতাদের মতবিরোধ চরমে উঠেছে। পছন্দের কেন্দ্রে টিকিট না পেয়েই যত সমস্যা। বিজেপিতে নতুন হলেও রাজনীতিতে পুরোনো শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattopadhyay) বরাবর বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী। এদিকে বিজেপি সেই কেন্দ্রে টিকিট দিয়েছে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া তারকা প্রার্থী পায়েল সরকার। এই ঘটনাটেই দারুণ গোঁসা হয়েছে শোভনের বান্ধবী বৈশাখীর। প্রার্থিত আসন বেহালা পূর্ব থেকে প্রার্থী করা হয়নি শোভনকে। যেটাকে ‘চক্রান্ত’ ও ‘বিশ্বাসঘাতকতা’ বলে মনে করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS