Mamata Banerjee Injured: \'প্রয়োজনে হুইলচেয়ারে বসেই চলবে প্রচার\', হাসপাতালে শুয়েই বার্তা মমতার

LatestLY Bangla 2021-03-12

Views 22

শারীরিক অবস্থার অবনতি না হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বাঁ পায়ের চোট চিকিৎসকদের ভাবাচ্ছে। পায়ের হাড়ে চিড় ধরায় সেখানে প্লাস্টার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আজ বৈঠক হবে। শুক্রবার বেলা এগারোটায় বৈঠকে বসবেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা। এই বোর্ডে রয়েছেন এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিন বিভাগীয় প্রাধান পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক। নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেবারেল মেডিসিন, জেনারেলসার্জারি, অর্থোপেডিক, অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক, এন্ডোক্রিনোলজি, কার্ডিওলজি। গতকাল এক ভিডিও বার্তায় নিজের শারীরিক পরিস্থিতির কথা রাজ্যবাসীকে জানান মুখ্যমন্ত্রী। দুএক দিনের মধ্যে সুস্থ না হলেও ম্যানেজ করে নেবেন তিনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS