Mahashivratri 2021 Do’s and Don’ts: শিবরাত্রিতে কী কী নিয়ম মেনে চলা উচিত

LatestLY Bangla 2021-03-09

Views 1

আগামী বৃহস্পতিবার, ১১ মার্চ মহাশিবরাত্রি (Mahashivratri 2021)। এই দিনটিকে ধুমধাম করে পালন করেন শিবভক্তেরা। শিবপূরাণ মতে, শিবরাত্রিতে যথাযথ নিয়ম মেনে বিল্বপত্র সহযোগে পুজো করলে ভগবান তুষ্ট হন। এদিন ভক্তেরা কঠোর ভাবে উপবাস পালন করেন। দৃকপঞ্জিকা অনুসারে দক্ষিণ ভারতে হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। উত্তর ভারতে ফাল্গ‌ুন মাসের মাসিক শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত। এ বছর মহাশিবরাত্রি উদযাপন হবে ১১ মার্চ। চতুর্দশী তিথি শুরু হবে ২০২১-এর ১১ মার্চ বেলা ২টো ৩৯ মিনিটে এবং চতুর্দশী শেষ হবে ১২ মার্চ ২০২১ বিকেল ৩টে ২ মিনিটে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS