JEE Main 2021 February Results Declared: জেইই মেইন পরীক্ষার ১০ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত, ৬ জনের দখলে ১০০ শতাংশ নম্বর

LatestLY Bangla 2021-03-09

Views 10

জেইই মেইন পরীক্ষার ফল প্রকাশিত, ফেব্রুয়ারি সেশনে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৬ পড়ুয়া। পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন nta.ac.in, ntaresults.nic.in এবং jeemain.nta.nic.in-এ। এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য বিস্তারিত তথ্য দিলেই জানা যাবে রেজাল্ট। পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত বছর পর্যন্ত ৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হত কিন্তু এবছর ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যেই ফলপ্রকাশ করা হয়েছে, টুইট করে জানান শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। রাজস্থানের বাসিন্দা সাকেত ঝা, দিল্লির প্রভার কাতারিয়া এবং রঞ্জিম প্রবাল, চন্ডীগড়ের গুরামৃত সিং, মহারাষ্ট্রের সিদ্ধার্থ মুখার্জি এবং গুজরাতের অনন্ত কৃষ্ণা কিদাম্বি ১০০ শতাংশ নম্বর পেয়েছে। ছাত্রীদের বিভাগে ১০ জন পেয়েছে ৯৯ শতাংশ নম্বর। এবছর ফেব্রুয়াকি সেশনে মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী বসেছিল জেইই মেইনে, যার মধ্যে ৬.৫২ লাখ পড়ুয়া বিই কিংবা বিটেক এক্সামের জন্য অ্যাপ্লাই করেছে। করোনা সতর্কতার মধ্যে ২৩ এবং ২৬ ফেব্রুয়ারি পরীক্ষা হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS