পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল এই সময়ের মধ্যে মোট আট দফায় হতে চলেছে এবারের নির্বাচন। ক্ষমতায় টিকে থাকার নিরিখে এই ভোট শাসকদল তৃণমূলের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। একইভাবে বিরোধী বিজেপি তৃণমূলকে হারিয়ে বাংলায় গেরুয়া রাজ চালু করতে নিদারুণভাবে তৎপর। তবে এবার যদি তৃণমূল জনতার রায়ে জিতে যায়, তাহলে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন দলনেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর সেকাজে নিজেকে একশো-তে একশো দিতে কোনওরকম ফাঁক রাখেননি মমতা। একের পর এক জনকল্যাণ মূলক প্রকল্পের সূচনা করেছেন ও বঙ্গবাসীর সার্বিক উন্নয়নে ব্রতী হয়েছে। মা মাটি মানুষের সরকারের মূল লক্ষ্যই হল উন্নয়ন। এই কাজে তাঁর সঙ্গ দিতে তৈরি রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ একাধিক প্রকল্প।