Sobhandeb Chattopadhyay Admitted to Hospital | Covid-19: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

LatestLY Bangla 2021-02-24

Views 40

করোনায় (COVID-19) আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) শারীরিক অবস্থার আরও অবনতি। গত ১৮ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি। এতদিন হোম আইসোলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, তাঁর শরীর খুব দুর্বল। জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। শ্বাসকষ্ট নেই। আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল তাঁর। স্লিপডিস্কের সমস্যা ছিল। গত ১৭ ফেব্রুয়ারি সেকারণেই তিনি এসএসকেএম যান। সেখানে একটি ইনজেকশন নেন। তার একদিন পর থেকেই জ্বর আসে তাঁর। করোনার উপসর্গ ধরা পড়ে তাঁর শরীরে। ১৮ তারিখ তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও শ্বাসকষ্টের কোনও সমস্যা ছিল না। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক ছিল। কিন্তু গত দু’দিনে তাঁর শারীরিক সমস্যা বাড়তে থাকে। যার জেরে আজ দুপুরে তাঁকে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS