India | COVID-19 Cases: দৈনিক সংক্রমণ আশঙ্কাজনক, করোনা বিধি উপেক্ষা করেই চলছে রাজনৈতিক কর্মকাণ্ড

LatestLY Bangla 2021-02-23

Views 33

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে বাড়ছে ক্রমাগত, ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৪,৪২১ এবং নভেম্বরের পর ফের দ্রুতহারে ছড়াচ্ছে সংক্রমণ। ২৪ নভেম্বরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৪,৩৮,৬৬৭ এবং তা একধাক্কায় ৩.৮৫ শতাংশ বেড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৫৫,৫৫৫। টানা ৫দিন ধরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ১৩,৫০৬। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেড়েছে, সপ্তাহ দু\'য়েকের মধ্যে দেড় শতাংশ থেকে ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। দিনকে দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে ক্রমাগত- ১৬ ফেব্রুয়ারি কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৯,১২১ এবং ২২ ফেব্রুয়ারি তা বেড়ে ১৪,১৯৯; গত সাতদিনে গড়ে সংক্রমণের মাত্রা ১৩.৮ শতাংশ। মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশে বাড়ছে করোনাভাইরাসের সংখ্যা ক্রমাগত। ২১ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, \"কেরল এবং মহারাষ্ট্রে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ শতাংশেরও বেশি, ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশেও করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে। পঞ্জাব, জম্মু এবং কাশ্মীরে দৈনিক সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।\"

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS