Parody Of Bengali Viral Song ‘Tumpa Sona’: ব্রিগেড সমাবেশের প্রচারে 'টুম্পা সোনা'-র প্যারোডি হাতিয়ার বামেদের

LatestLY Bangla 2021-02-22

Views 2

রাজ্যে ভোটের আগে ফের ভাইরাল 'টুম্পা সোনা' (Tumpa Sona) গান। তবে এবার অন্যভাবে। আসলে এই গানকেই হাতিয়ার করল সিপিএম (CPIM)। 'টুম্পা সোনা' গানের প্যারোডি বানিয়ে তাকেই এবার ভোটের প্রচারে, বিশেষ করে ব্রিগেড সমাবেশের প্রচারের কাজে লাগাতে চলেছে বামফ্রন্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের ব্রিগেডে সমাবেশের প্রচারে তাই টুম্পা সোনা গানের ব্যবহারেও পিছপা নন বাম নেতৃত্ব৷ বামেদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কিংবা \'দুনিয়ার মজদুর এক হও\' অতি পরিচিত। কয়েকদিন আগের ‘ফেরাতে হাল ফিরুক লাল’, ‘খেলা হবে’ ইত্যাদি স্লোগানও বেশ জনপ্রিয় হয়েছে। যদিও এবার রাজ্য সিপিএম নেতৃত্ব খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। তাই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নিজের ফেসবুক পেজে বামেদের ব্রিগেডের সমর্থনে তৈরি টুম্পা সোনা গানের প্যারোডি শেয়ার করেছেন। জানা যাচ্ছে, টুম্পা সোনা গানের এই প্যারোডিতে পূর্ণ সমর্থন রয়েছে সিপিএম নেতৃত্বেরও৷ প্রচারের কৌশল বদলে ফেলে তরুণ নেতা কর্মীদের উজ্জিবীত করাই আসল লক্ষ্য।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS