Blackbuck Poaching Case: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় স্বস্তিতে সলমন খান! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইজানের

LatestLY Bangla 2021-02-12

Views 6

অবশেষে মিলল কিছুটা রেহাই! কৃষ্ণসার হরিণ শিকার মামলায় স্বস্তিতে সলমন খান। যোধপুর জেলা এবং নগর দায়রা আদালত সলমন খানের বিরুদ্ধে রাজস্থান সরকারের দাখিল করা দুই মামলা খারিজ করে দেয়। বলিউড সুপারস্টার সলমন খান ২০০৩ সালে অস্ত্র মামলায় ভুয়ো হলফনামা পেশের জেরে ক্ষমাও চেয়ে নেন যোধপুর দায়রা আদালতের কাছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি কৃষ্ণসার হরিণ শিকার মামলায় যোধপুর দায়রা আদালতে ভিডিও কনফারেন্স মারফত হাজির ছিলেন সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ২০০৩ সালে যোধপুরের এক আদালতে সলমন একটি হলফনামা জমা দিয়েছিলেন, যেখানে ভুল তথ্য দেওয়া হয়েছিল। অভিনেতার আইনজীবী হস্তিমাল সারস্বত আইনজীবী হস্তিমাল সারস্বত জানিয়েছেন, হলফনামায় লাইসেন্স সংক্রান্ত দেওয়া ভুল তথ্যটি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত।

Share This Video


Download

  
Report form