রাজ্যের ১০টি বাম যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে পুলিশি ভূমিকার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে। বামেদের ডাকা এই বনধের সাড়া এখনও পর্যন্ত তেমনভাবে পড়েনি। তবে এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তবে বরাবরই বনধের রাজনীতির বাইরে থেকেছে শাসক তৃণমূল। তাই শুক্রবারের কর্মমুখর দিনকে অব্যাহত রাখতে সচেষ্ট রাজ্যপ্রশাসন। রাজপতে সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্হা রায়। জানিয়েছেন, জোর করে অবরোধ, দোকানপাট বন্ধ এবং গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হরতালের পাশাপাশি এ দিন ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলি। ঘটনাচক্রে আজ শুক্রবারেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলতে চলেছে রাজ্যে। কিন্তু স্কুলে গেলে ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। ছাত্রছাত্রীরা যাতে কোথাও বিক্ষোভের মুখে না পড়েন সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে পুলিশকে।