Mimi Chakraborty: মুখের উপর দিয়ে পড়ছে জলের ধারা, সমুদ্রসৈকতে \'আপন খেয়ালে\' মিমি

LatestLY Bangla 2021-02-09

Views 3

স্টাইল স্টেটমেন্টের নিরিখে বারেবারে তাক লাগাচ্ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। মুখের উপর দিয়ে বেয়ে পড়ছে জলের ধারা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। চেনা মিমি চক্রবর্তী যেন একেবারে অন্য রূপে; স্মোকি আই আর বাদামী ঠোঁটের পরশে ঝড় তুললেন অভিনেত্রী। সমুদ্রসৈকতে নিজের খেয়ালে ঘুরে বেরাচ্ছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি বুমেরাং ভিডিও, সাদা রঙের কাফতান টপ আর হালকা মেক আপে নজর কেড়েছেন মিমি। ভিডিও-র ক্যাপশনে লিখেছেন \'সবকিছুর মাঝে হারিয়ে গিয়েও খুঁজে পেলাম তোমাকে\'। কাকে খুঁজে পাওয়ার গল্প বলছেন তারকা সাংসদ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ব্যক্তিগত জীবনে কী কারওর প্রেমে পড়েছেন মিমি? সেই প্রশ্নের উত্তর জানতে কৌতুহল তুঙ্গে। তবে শূন্য সমুদ্রসৈকতে নিজেকে খুঁজে নেওয়ার কথাই কী বলছেন তিনি! তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS