উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, হড়কা বানে ব্যপক ক্ষতিগ্রস্থ চামোলি, ৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার পর কেটেছে ৪৮ ঘণ্টা; উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬, এখনও নিখোঁজ রয়েছে ২০০ জন। ১২ ফুট উঁচু এবং ১৫ ফুট চওড়া চামোলির সুড়ঙ্গের মুখ আটকে রয়েছে কাদাজল এবং ধ্বংসাবশেষে, তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের একটি বড় অংশ পুরোপুরি ধ্বংস। এনটিপিসি থার্মাল পাওয়ারের ভিতরে আটকে পড়েছেন একাধিক শ্রমিক, বাইরে থেকে চিৎকার করেও মিলছে না তাদের সাড়া। আড়াই কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গে প্রবেশের জন্য রয়েছে একটি প্রবেশদ্বার এবং দু\'ভাগে বিভক্ত; শ্রমিকেরা কোথায় আটকে রয়েছেন সেটি ট্র্যাক করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সুড়ঙ্গের একটি দিকে ৩৪ জন আটকে এবং অপরদিকে ৫ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে উদ্ধারকাজ চালাচ্ছে, তপোবনের সুড়ঙ্গের ১৩০ মিটার গভীরে পৌঁছেছে তাঁরা।