রাজ্যসভায় (Raya Sabha) অধিবেশনে কৃষক আন্দোলন থেকে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিশানায় ছিল বাংলা। পশ্চিমবঙ্গে কৃষক সম্মান নিধি যোজনা প্রয়োগ না করা নিয়েও কটাক্ষ করেন। গতকাল হলদিয়ায় যে বিষয়গুলিকে বাংলার পিছিয়ে পড়ার কারণ হিসেবে তুলে ধরেন, আজ রাজ্যসভাতেও একই কথা বলেন। পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, \'বাংলায় রাজনীতি না হলে বাংলার কৃষকরাও এই সুবিধা পেতেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য পেনশনের সুবিধাও করা হয়েছ। গণতন্ত্র নিয়ে বিরোধীরা সংসদে অনেক কথা বলেছেন। মনে হচ্ছিল যেন বাংলার কথা বলছেন! গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, মানুষ তা বিশ্বাস করে না। ভারত শুধু বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র নয়। ভারত গণতন্ত্রের জননী। ভারতের গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন।\'