Uttarakhand Glacier Burst: জলের তোড়ে ভেসে গিয়েছে মানুষ, ঘরবাড়ি, ফিরল কেদারনাথের স্মৃতি

LatestLY Bangla 2021-02-08

Views 3

রবিবার দুঃস্বপ্নের স্মৃতি ফিরল উত্তরাখণ্ডে। নন্দাদেবী হিমবাহ ফেটে (Nanda Devi glacier broke off) প্লাবিত চামোলির যোশীমঠ। এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা গেলেও নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে। ভারতীয় বায়ুসেনার রিপোর্ট বলছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ঋষিগঙ্গার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। দেহ খুঁজে পেতে রাতভর চলেছে উদ্ধারকাজ। অলকানন্দার জল থেকেই উদ্ধার হয়েছে ১০ জনের দেহ। মেঘভাঙা বৃষ্টি এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে ধৌলিগঙ্গা এবং অলকাননদ নদীতে তৈরি হয় ব্যাপক জলোচ্ছ্বাস। জলের তোড়ে ভেসে গিয়েছে পাঁচটি সেতু, ধ্বংস হয়েছে একাধিক ঘরবাড়ি; বেশ কয়েকজনকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার রিপোর্ট বলছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ঋষিগঙ্গার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। রেইনি গ্রামের তপোবন এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বিরাট প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় বিশ্বস্ত বন্ধু দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। সেখানকার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজে একথা জানিয়েছেন। উত্তরাখণ্ডে হিমবাহ বিপর্যয়ের ঘটনায় একইভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিবেসী নেপালের বিদেশমন্ত্রক।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS