এতদিনের আয়োজন, গোছগাছ শেষে এসেই গেল সেই দিন। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের টেলিপাড়ার হট অ্যান্ড হ্যাপনিং কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা (Neel-Trina Wedding)। কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ও খড়কুটো-র গুনগুন এখন ভরসন্ধ্যায় বাঙালির ড্রয়িংরুমকে একেবারে মাতিয়ে রাখছে। সেই গুনগুন নিখিলের বিয়েতে টলিপাড়ার ভিড় উপচে পড়বে তা বলাই বাহুল্য। ডিজাইনার লাল বেনারসি, সবুজ পাড়ের ওড়না, সঙ্গে মানানসই স্বর্ণালঙ্কারে অভিনেত্রী তৃণা সাহাকে দারুণ লাগছিল। ধুতি পাঞ্জাবির সঙ্গে মাথায় টোপর পরেও বরবেশী নীল ভট্টাচার্যের উচ্ছাস কারও চোখ এড়ায়নি। মালাবদলের সময় নীলের বন্ধুরা তো তাঁকে কাঁধে তুলে দাঁড় করিয়ে দিলেন। তৃণার ভাইয়েরাও কম যান না, দিদির পিঁড়ি এতটই উঁচু করলেন যে হাত বাড়িয়ে বর বধুবেশী তৃণাকে আগলে রাখলেন।