12 Kids Given Hand Sanitiser Drops Instead of Polio Vaccine: পালস পোলিওর বদলে স্যানিটাইজার শিশুদের

LatestLY Bangla 2021-02-02

Views 2

পালস পোলিওর টিকার (Oral Polio Vaccine) ড্রপ খাওয়াতে গিয়ে ১২ জন শিশুকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানো হল। বিতর্কিত ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতামল জেলার কাপসিকোপরি গ্রামের ভানবোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় অভিযোগের তির ওই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিকে উঠেছে। জানা গিয়েছে, এই তিনজনের উপস্থিতিতেই ১২জন শিশুকে পালস পোলিও খাওয়ানোর বদলে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে শিশুদের মধ্যে একজনের বমি শুরু হয়। এরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ১২ জন শিশুকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনা ওই তিনজন স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

Share This Video


Download

  
Report form