WB Assembly Passes Resolution Against Farm Laws: বিধানসভায় পাস কৃষি আইন বিরোধী প্রস্তাবনা

LatestLY Bangla 2021-01-29

Views 3

বিধানসভা অধিবেশনে কেন্দ্রের তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য সরকারের তরফে প্রস্তাব পাশ করেন পার্থ চ্যাটার্জি। কৃষি আইনের বিরোধিতায় প্রস্তাব পেশ করতেই বিজেপি বিধায়কেরা অধিবেশনের মাঝেই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। \'জয় শ্রী রাম\' স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। আদর্শগত বিরোধ থাকলেও কৃষি আইনের বিরোধিতায় বাম-কংগ্রেসের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এদিন পদত্যাগের দাবি জানান মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট বলেন, \'তিনটি বিল প্রত্যাহার করতে হবে নয়তো সরকার গদি ছাড়ো।\'

Share This Video


Download

  
Report form