Varun Dhawan & Natasha Dalal Tie The Knot: বিয়ে করলেন বরুণ-নাতাশা, দেখুন ছবি

LatestLY Bangla 2021-01-25

Views 7

এতদিন ধরে যে মাহেন্দ্রক্ষণের জন্য বরুণ ধাওয়ানের (Varun Dhawan) অনুরাগীরা অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মুহূর্ত এসেই গেল। শৈশবের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেললেন বলিউডের নয়া কুলি নম্বর ওয়ান। তারপর বিয়ের পর্ব মিটলে নিজেই শেয়ার করলেন ছবি। আগেভাগেই বলিউড হার্টথ্রব ঠিক করে রেখেছিলেন, বিয়ের কোনও ছবিই যেন মিডিয়ার নজরে না আসে। সেসব বন্দোবস্ত করার পাশাপাশি এটাও নির্দিষ্ট করা ছিল যে জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। করলেনও তাই। একেবারে চারহাত এক হওয়ার সঙ্গে সঙ্গেই নববধূ নাতাশার সঙ্গে ছাদনাতলায় নিজের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন বরুণ ধাওয়ান। এই ছবিতে নবদম্পতিকে অসাধারণ লাগছে। ইতিমধ্যেই বরুণ নাতাশার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share This Video


Download

  
Report form