ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিবস উদযাপনের অনুষ্ঠানে তাল কেটেছে জয় শ্রীরাম ধ্বনিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (CM Mamata Banerjee) ভাষণ দিতে ডাকতেই \'জয় শ্রীরাম\' স্লোগান ওঠে দর্শকদের মধ্য থেকে। প্রতিবাদে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা সরকারি অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রণ করে কাউকে অপমান করা উচিত নয়। প্রতিবাদে আমি কিছু বলব না।\" এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। টুইটে তিনি লেখেন, \"নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচিতে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানাই।\" এদিকে মুখ্যমন্ত্রীর ভাষণ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন কৈলাস বিজয়বর্গীয়। টুইটে তিনি লেখেন, জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়। মমতাজি একে অপমানজনক বলে মনে করেন। কী রাজনীতি!\" পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, \"কয়েকজন কাণ্ডজ্ঞানহীন বহিরাগতর এই অপসংস্কৃতির তীব্র নিন্দা করছি।\"