India Wins Border-Gavaskar Trophy: ব্রিসবেন জয়ের পর ৫ কোটি পুরস্কার ঘোষণা Sourav Ganguly-র

LatestLY Bangla 2021-01-19

Views 3

বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, জাদেজা, অশ্বিনকে ছাড়াই অজিদের ধূলিস্যাৎ করে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে জয়ের পতাকা ওড়ালো ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricker Team)। ভারতের আরও এক সিরিজ জয়। চার ম্যাচের সিরিজ ২-১ জিতে নিল ভারত। যা আরেক ইতিহাস হয়ে রয়ে গেল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে বেড়ালেন ঋষভ পান্থ, মহম্মদ সিরাজ, পূজারারা। অ্যাডিলেডে হার, মেলবোর্নে জয় ভারতের। তার পর সিডনিতে অসাধারণ লড়াইয়ে ম্যাচ ড্র করে টিম ইন্ডিয়া। আর সিরিজের শেষ টেস্টে অজিদের গড়ে জয় ছিনিয়ে নিলেন পুজারা, পন্থ, রাহানেরা। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার দুরন্ত সিরিজ জয়। গাব্বার পঞ্চম দিনের পিচে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩২৪ রান। গতকাল অস্ট্রেলিয়া ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রেখেছিল। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৪। পঞ্চম দিন সকালে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও এতটুকু না দমে ইনিংস এগিয়ে যান শুভমান গিল ও চেতেশ্বর পূজারা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS