Jyoti Basu Death Anniversary: বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রাজনৈতিক কর্মজীবন একনজরে

LatestLY Bangla 2021-01-17

Views 6

সালটা ছিল ১৯৭৭, বাংলায় ক্ষমতায় এল ভারতের কমিউনিস্ট পার্টি(Communist Party)। ১৯৭৭ বিধানসভা নির্বাচনে সাতগাছিয়া থেকে জিতলেন জ্যোতি বসু। সংখ্যাগরিষ্ঠতা পেল সিপিআইএম(CPIM), বাংলার নেতৃত্বে এল বামফ্রন্ট সরকার। বাংলার প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। সেই শুরু, টানা ২৩ বছর, ২০০০ সাল পর্যন্ত চলে \'মুখ্যমন্ত্রী সফর\'। দেশের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রীর রেকর্ড গড়েছেন জ্যোতি বসু(Jyoti Basu)। লন্ডনে আইন পড়তে পড়তেই রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ১৯৪০ সালে দেশে ফিরে কমিউনিস্ট পার্টির সদস্য হন জ্যোতিবাবু। শ্রমিক নেতা হিসেবে শুরু হয় জ্যোতি বসুর রাজনৈতিক জীবন। ৬০-র দশক বেশ কিছুটা কঠিন ছিল জ্যোতি বসুর কাছে। চিন-ভারত সীমান্তে সংঘর্ষের সময় কমিউনিস্ট পার্টির উপর চলে হামলা। কখনও \"চিনের দালাল\" আবার কখনও \"দেশদ্রোহী\" আখ্যাতে রাস্তায় পোড়ানো হত জ্যোতি বসুর কুশপুত্তলিকা।1

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS