করোনা আবহে গত নির্বাচনের তুলনায় একধাক্কায় ২৮ হাজার বুথ সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন। ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট কেন্দ্র তথা বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার। এপ্রিলের শুরুর দিক থেকে নির্বাচন শুরু হওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন, ২০২১-র নির্বাচন হতে পারে সাত দফায়। তবে এক্ষেত্রে কতজন আধা সামরিক বাহিনী পাওয়া যাবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচন হতে চলেছে প্রায় একই সময়ে, সেক্ষেত্রে কত পরিমাণে আধাসামরিক বাহিনী নিয়োগ করা হবে; সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। নির্বাচন যত এগোচ্ছে রাজ্যজুড়ে হিংসার ঘটনাও বাড়ছে, হিংসা এড়িয়ে কীভাবে নির্বাচন সম্ভব সেটিই খতিয়ে দেখছে কমিশন। শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ এনে কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি। নির্বাচন কবে হবে, সেই সংক্রান্ত তারিখ ঘোষণা হতে পারে মার্চের শুরুতেই। রাজনৈতিক হিংসা ও মাওবাদী সমস্যার জেরে ২০১৬-র বিধানসভা এবং ২০১৯-র লোকসভা নির্বাচনে ৭৮ হাজার বুথের সংখ্যা ছিল। প্রতি বুথ-পিছু গড়ে ১৫০০ ভোটার ভোট দিতেন, তবে এবার করোনার জেরেই একধাক্কায় ২৮ হাজার বুথ বাড়াতে চলেছে কেন্দ্র।