Happy Birthday Kapil Dev: শুভ জন্মদিন কপিল দেব! ৬২ বছরের জন্মদিনে তারকা ক্রিকেটারের অজানা তথ্য

LatestLY Bangla 2021-01-06

Views 5

৬২ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। দেশের সেরা অলরাউন্ডার হিসেবে ১৯৮৩ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলটিকে হারিয়ে ভারত জিতে নেয় বিশ্বকাপ। ১৯৮২ সালে শ্রীলঙ্কা সিরিজে প্রথম অধিনায়কের দায়িত্ব পান তিনি, এর একবছরের মধ্যেই ১৯৮৩ সালের বিশ্বকাপে ঐতিহাসিক জয়। দেশের অন্যতম সেরা ক্রিকেটার কপিল দেবের ৬২ বছরের জন্মদিনে কপিল দেবের সম্পর্কে কিছু অজানা তথ্য। ১৯৮৩, কপিল দেবের হাত ধরেই ভারতের হাতে প্রথম উঠে আসে বিশ্বকাপের খেতাব। ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে ১৯৯১ সালে হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি জিতেছেন কপিল দেব। কপিল দেব ১৬ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট কেরিয়ারে ১৮৪টি ইনিংস খেলেছেন, তবে রান আউট হননি কখনও। এছাড়াও তাঁকে ঘিরে রয়েছে হাজারো মজার মজার তথ্য। যা আপনার ঠোঁটের কোণে কখনও হাসি ফোটাবে আবার কখনও আনন্দে আপনার মন ভরে উঠবে। ২০০২, উইসডেনের নিরিখে শতকের সেরা ভারতীয় ক্রিকেটার হিসেবে মনোনীত হন কপিল দেব।

Share This Video


Download

  
Report form