Farmers Refuse Lunch With Ministers: সরকারি খাবার \'না\', মাটিতে বসেই লঙ্গরের খাবার খেলেন কৃষক নেতারা

LatestLY Bangla 2021-01-05

Views 0

তিন কৃষি আইন নিয়ে কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড়! কৃষক সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রের সপ্তম রাউন্ডের বৈঠক শেষেও মিলল না সনাধান সূত্র। বৈঠকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযূশ গোয়েল এবং সোম প্রকাশ; কৃষক সংগঠনের তরফেও হাজির ছিলেন প্রতিনিধিরা। কেন্দ্রীয় নেতারা লাঞ্চের জন্য কৃষক সংগঠনের নেতাদের অনুরোধ করলেও সেটি ফিরিয়ে দেন তাঁরা। \"তোমরা তোমাদের খাবার খাও আর আমরা আমাদের খাবার খাব\" কৃষক সংগঠনের বক্তব্য। দিল্লির বিজ্ঞান ভবনের ভিতরের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কৃষক সংগঠনের বেশ কিছু নেতা মাটিতে বসেই দুপুরের খাবার খাচ্ছেন। বিজ্ঞান ভবনের মেঝেতে বসে গুরুদ্বারের লঙ্গর থেকে আসা বাসনে ডাল-রুটি খেয়েছেন কৃষক নেতারা। ৮ জানুয়ারি ফের পরবর্তী বৈঠক হওয়ার কথা কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের। ষষ্ঠ দফার বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, খাদ্যমন্ত্রী পীযূশ গোয়েলরা মোদি সরকারের মন্ত্রীরা কৃষক নেতাদের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করেছিলেন। এর আগের বৈঠকে কৃষকদের সঙ্গেই লঙ্গরের খাবার খেয়েছিলেন কেন্দ্রীয় নেতারা, চারটির মধ্যে কৃষকদের দু’টি দাবিও মেনে নেওয়া হয়েছিল। সরকারের ধারণা ছিল, কৃষকদের দু\'টি দাবি মেনে নেওয়ার বদলে কৃষি আইন প্রত্যাহার ও ফসলের দাম বা এমএসপি-র আইনি গ্যারান্টি নিয়ে কিছুটা সুর নরম করবে তাঁরা।

Share This Video


Download

  
Report form