বর্ষবরণের রাতে ভিড় এড়াতে বাড়ি-ক্লাব-হোটেলে কাছের মানুষদের নিয়ে পার্টিতে মেতে উঠল টলিউড সেলেবরা। ২৫ থেকে ৩১ ডিসেম্বর, বাড়িতেই পার্টিতে মেতে রইলেন ঋতাভরী চক্রবর্তী। হঠাৎ প্ল্যানে ধুন্ধুমার পার্টি!বন্ধুবান্ধব থেকে সংবাদমাধ্যম, সকলকেই তাক লাগালেন সৌরসেনী মৈত্র। সৌরসেনীর কসবার বাড়ির ছাদে চলে রাতভর পার্টি। শেষ মুহূর্তের প্ল্যানিংয়ে বন্ধু বান্ধব থেকে পরিবারের হাতেগোনা কিছু আত্মীয়স্বজন ছাড়া আর কারওরই অনুমতি ছিল না এই পার্টিতে প্রবেশের। ভোর ৫ টা পর্যন্ত চলে পার্টি। শহরের এক পাঁচতারা হোটেলে প্রাইভেট পার্টিতে মাতলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। শহরের একটি ক্লাবের প্রাইভেট জোনে পার্টি সারলেন বনি সেনগুপ্ত। বনির সঙ্গে ছিলেন কৌশানি, সোমরাজ, আয়ূশী। পার্টিতে মাতলেন রাজ-শুভশ্রী। ২০২০-কে বিদায় জানিয়ে ২০২১-কে স্বাগত। রাজ-শুভশ্রীর এই পার্টিতে হাজির ছিলেন টলিউডের বেশ কিছু পরিচিত মুখ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে স্বস্তিকা চক্রবর্তী। এছাড়া বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টিতে মেতেছেন রাজ-শুভশ্রীও। করোনাভাইরাসের কথা মাথায় রেখেই সমস্ত সাবধানতা অবলম্বন করে সীমিত কয়েকজনের উপস্থিতিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছে টলিউড