Snowfall At Vaishno Devi Shrine: তুষারপাতে ঢাকল বৈষ্ণোদেবী, উত্তর ভারতে তীব্র ঠান্ডার সতর্কতা জারি

LatestLY Bangla 2020-12-28

Views 11

২৭ ডিসেম্বর, প্রথম তুষারপাতের সাক্ষী হল জম্মু-কাশ্মীরের রেসাই জেলায় ত্রিকুটা পাহাড়ের উপরে মাতা বৈষ্ণোদেবী মন্দির চত্বর। পিটিআই সূত্রে খবর, প্রবল তুষারপাত হলেও দর্শনার্থীদের চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না।জম্মু-কাশ্মীরের উচ্চতাসম্পন্ন এলাকাগুলিতে চলছে জোরাল তুষারপাত, নীচু এলাকাগুলিতে চলছে প্রবল বৃষ্টিপাত আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। ২৭ ডিসেম্বর বিকেল ৫.৩০ টা থেকে ৩০ মিনিট পর্যন্ত হয় তুষারপাত। বৈষ্ণোদেবী মন্দির চত্বর এলাকায় রয়েছে মেঘলা আকাশ এবং ২৮ ডিসেম্বর সকাল থেকেই চলছে বৃষ্টি যার জেরে কমছে তাপমাত্রার পারদ। বৈষ্ণোদেবী মন্দির দর্শনের পথে কাটরার বেস ক্যাম্পে আশ্রয় নেন দর্শনার্থীরা, ওই এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে খবর, জম্মুর তাপমাত্রা ছিল এদিন ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। জম্মু, কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরাখণ্ডে ২৮ ডিসেম্বর তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ সূত্রে খবর। উত্তর ভারতের একাধিক রাজ্যে প্রবল ঠান্ডার আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS