Bengal Celebs We lost in 2020: ২০২০ সালটা যেন শুধুই বিষাদের বার্তা বয়ে এনেছে। আমরা হারিয়েছি একের পর এক সেলেবদের, যারা বাংলার মুখ উজ্জ্বল করেছিল বিশ্বের দরবারে। প্রণব মুখার্জি থেকে সৌমিত্র চ্যাটার্জি। সেই তালিকা অনেক দীর্ঘ। বছরের শেষে আরও একবার স্মরণ করে নেওয়া যাক তাদের নাম।