Saturn, Jupiter And Moon Form A Triangle In The Sky: ২১ ডিসেম্বর বৃহস্পতি-শনি আসতে চলেছে একে অপরের কাছে

LatestLY Bangla 2020-12-17

Views 1

Saturn, Jupiter And Moon Form A Triangle In The Sky: ডিসেম্বরের আকাশে রীতিমত \'রাজ\' করছে শনি এবং বৃহস্পতি। তবে দুই গ্রহের এখনও আসল খেলা দেখা বাকি রয়েছে, যা দেখা যাবে আগামী ২১ ডিসেম্বর। এই দুই গ্রহই একেবারে একে অপরের কাছে চলে আসবে আর এক উজ্জ্বল তারা হয়ে ফুটে উঠবে আকাশে। ২১ ডিসেম্বর, সূর্যাস্তের পরই আকাশে দেখে যাবে এই মহাজাগতিক দৃশ্য, এদিন আবার দিনের আলো কম থাকবে, রাতের পরিসর হবে বড়।

Share This Video


Download

  
Report form