WhatsApp Payments Is Now Live: হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন? জেনে নিন বিশদ তথ্য

LatestLY Bangla 2020-12-17

Views 12

এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp) মারফত করুন টাকা-পয়সার লেনদেন, ২ কোটি ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারকারী পাবেন এই সুবিধা। ডিজিটাল ইন্ডিয়া! এই শব্দবন্ধেই আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিসিআই, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এই উদ্যোগে হোয়াটসঅ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে। গত মাসেই লঞ্চ করেছিলে হোয়াটসঅ্যাপ পে, এবার চারটি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হল এই পরিষেবা। \'ভারতে খুব সহজে এবং অত্যন্ত নিরাপদে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার জন্য এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা অত্যন্ত খুশি এবং বিশেষ ভাবে সুবিধাপ্রাপ্ত বলে মনে করছি।\' অভিজিৎ বসু, ভারতে হোয়াটঅ্যাপের প্রধান। হোয়াটসঅ্যাপ পে হল ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্ম, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস সিস্টেমের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একে অন্যকে টাকা পাঠাতে পারবেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS